বাংলাদেশ
ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

মাগুরা, ১৬ মে — প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (১৬ মে) বিকেলে মাগুরা প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, “দেশ ভালোভাবেই চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত। অর্থনীতিতে বড় ধরনের কিছু সংস্কার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সামনে আরও কিছু সংস্কারের পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক সংস্কার নিয়ে কমিশন অনেকগুলো সভা করেছে। আমরা মনে করি, কাজগুলো সঠিক গতিতে ও দিকেই এগোচ্ছে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “সরকার শুধু মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে না, বরং যারা এই পেশায় রয়েছেন তাদের মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তার জন্যও কাজ করছে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।