একাত্তর ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল - Porikroma News
Connect with us

রাজনীতি

একাত্তর ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

Published

on

একাত্তর ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল
রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শুভেচ্ছা বিনিময় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদরা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন। আজ প্রচ্ছন্নভাবে সেই একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আজ নতুন ষড়যন্ত্র হচ্ছে, উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিভক্তির রাজনীতি না করে দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৫ বছরে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। ব্যাংককে আওয়ামী নেতাদের বিলাসবহুল বাড়ি ভাড়া ও কোটি টাকার গাড়ি কেনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রায় ৪৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানও অংশ নেন।

Share

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তাই দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদরা আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছিলেন। আজ প্রচ্ছন্নভাবে সেই একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “আজ নতুন ষড়যন্ত্র হচ্ছে, উগ্রবাদকে মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। বিভক্তির রাজনীতি না করে দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এসময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ১৫ বছরে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে, দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে। ব্যাংককে আওয়ামী নেতাদের বিলাসবহুল বাড়ি ভাড়া ও কোটি টাকার গাড়ি কেনার উদাহরণ টেনে তিনি বলেন, প্রায় ৪৪ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে।

অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানও অংশ নেন।

Share