জাতীয়
নির্বাচন ও পুলিশের ঝুঁকি ভাতা সংক্রান্ত দুটি বড় প্রজ্ঞাপন

নির্বাচন কমিশনের আরও ৫২ কর্মকর্তাকে বদলি করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে, ১৫ জুলাই ৫১ জন এবং ২৭ জুলাই ৭১ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করে নির্বাচন কমিশন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি জুলাই মাসে মোট ১৭৪ কর্মকর্তাকে বদলি করেছে ইসি।
অন্যদিকে, জাতীয় বেতন স্কেলের আওতায় থাকা পুলিশ সদস্যদের জন্য মাসিক ঝুঁকি ভাতা বাড়িয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, কনস্টেবল থেকে এসআই/সার্জেন্ট পর্যায় পর্যন্ত চারটি ক্যাটাগরিতে ঝুঁকি ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
চাকরির বয়সভিত্তিক পাঁচটি ধাপে সর্বনিম্ন ১,৮০০ টাকা এবং সর্বোচ্চ ৬,৪৮০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা পাবেন পুলিশ সদস্যরা। এটি ২০১৫ সালের বেতন আদেশের সংশোধনী হিসেবে কার্যকর হবে এবং পরবর্তী বেতন স্কেলেও এ হার অপরিবর্তিত থাকবে।