সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Published

on

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি : সংগৃহীত

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা পরস্পরের যোগসাজশে তাদের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক থেকে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে টাইম লোন নিয়ে তা আত্মসাৎ ও পাচার করেন।

এজাহারে বলা হয়, ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামের ভুয়া প্রতিষ্ঠান খোলা হয় আরামিট গ্রুপের কর্মচারীদের নামে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ তুলে তা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামানসহ ইউসিবিএলের সাবেক পরিচালক, কর্মকর্তা ও আরামিট গ্রুপের কর্মচারীরা।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন জাবেদ। ২০২৪ সালের নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ ওঠে। আন্দোলনের প্রাক্কালে তিনি পরিবারসহ লন্ডনে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Share

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের অভিযোগ, সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা পরস্পরের যোগসাজশে তাদের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংক থেকে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে টাইম লোন নিয়ে তা আত্মসাৎ ও পাচার করেন।

এজাহারে বলা হয়, ভিশন ট্রেডিং, আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং নামের ভুয়া প্রতিষ্ঠান খোলা হয় আরামিট গ্রুপের কর্মচারীদের নামে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ তুলে তা চারটি ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামানসহ ইউসিবিএলের সাবেক পরিচালক, কর্মকর্তা ও আরামিট গ্রুপের কর্মচারীরা।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রী ছিলেন জাবেদ। ২০২৪ সালের নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে সম্পদ গড়ার অভিযোগ ওঠে। আন্দোলনের প্রাক্কালে তিনি পরিবারসহ লন্ডনে পালিয়ে যান বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

Share