ডাকসু নির্বাচনে আচরণবিধি জারি, কী কী করতে পারবেন না প্রার্থীরা - Porikroma News
Connect with us

জাতীয়

ডাকসু নির্বাচনে আচরণবিধি জারি, কী কী করতে পারবেন না প্রার্থীরা

Published

on

ডাকসু নির্বাচনে আচরণবিধি জারি, কী কী করতে পারবেন না প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

এদিন থেকেই নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য কঠোর আচরণবিধি ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী/পক্ষ সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, উপঢৌকন বা অর্থ বিতরণ করতে পারবেন না এবং আপ্যায়ন করানো থেকেও বিরত থাকতে হবে। এসব কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, যা প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে অন্তত ৯টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি রাজনৈতিক এবং ২টি স্বতন্ত্র প্যানেল রয়েছে।

Share

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের প্রাথমিক চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

এদিন থেকেই নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য কঠোর আচরণবিধি ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত কোনো প্রার্থী/পক্ষ সেবামূলক কাজে অংশ নিতে পারবেন না, উপঢৌকন বা অর্থ বিতরণ করতে পারবেন না এবং আপ্যায়ন করানো থেকেও বিরত থাকতে হবে। এসব কার্যক্রম সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, যা প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের নির্বাচনে অন্তত ৯টি প্যানেল অংশ নিচ্ছে। এর মধ্যে ৭টি রাজনৈতিক এবং ২টি স্বতন্ত্র প্যানেল রয়েছে।

Share