আন্তর্জাতিক
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের স্ত্রী গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিয়ন হিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সিউলের আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। কিমের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, শেয়ারবাজারে কারসাজি ও অবৈধ রাজনৈতিক হস্তক্ষেপসহ একাধিক অভিযোগ রয়েছে।
শুনানিতে কিম কালো স্যুট ও স্কার্ট পরে হাজির হন। চার ঘণ্টার শুনানিতে তিনি সব অভিযোগ অস্বীকার করলেও আদালত সন্তুষ্ট হননি। কৌঁসুলিরা দাবি করেন, কিম মুক্ত থাকলে প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে। আদালত এ যুক্তি আমলে নিয়ে তাকে আটক রাখার নির্দেশ দেন।
৫২ বছর বয়সী কিম শেয়ারবাজারে কারসাজি করে প্রায় ৮০ কোটি ওন (প্রায় ৫ লাখ ৭৭ হাজার ৯৪০ ডলার) লাভ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি ইউনিফিকেশন চার্চ থেকে দুটি শ্যানেল ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণ করেছেন। রাজনৈতিকভাবে, ২০২২ সালের উপনির্বাচন ও গত বছরের সাধারণ নির্বাচনে দলের প্রার্থী মনোনয়নে অবৈধ হস্তক্ষেপের অভিযোগও রয়েছে।
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলও বর্তমানে কারাগারে আছেন। একই সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তার স্ত্রী উভয়ের কারাবাস—দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম।