বিনোদন
দোয়েলের ক্ষোভ ‘বরবাদ’ সিনেমার নির্মাতার বিরুদ্ধে

চলচ্চিত্রের রঙিন আলোর আড়ালে এবার উঠে এসেছে এক তিক্ত অভিজ্ঞতার গল্প। সদ্য ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’-এর নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে অভিযোগ এনেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।
তার দাবি, সিনেমাটির নায়িকার কিছু অংশের ডাবিং করেও তিনি পারিশ্রমিক পাননি। শুধু তাই নয়, নির্মাতার সহকারীদের অপেশাদার এবং দুর্ব্যবহারপূর্ণ আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
এই ঘটনার প্রেক্ষিতে চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে নতুন করে।