অপরাধ
সাবেক ডিএমপি কমিশনারসহ ৪ পলাতকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও দুজনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার (১০ আগস্ট) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আসামিরা হলেন—সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই আন্দোলনের সময় আমির হোসেন নামে এক যুবক পুলিশকে দেখে একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে কার্নিশ ধরে ঝুলে পড়েন। এসময় অভিযুক্ত পুলিশ সদস্যরা তার দিকে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তী শুনানির জন্য ১৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।