ডিপজলের নামে মামলা, যা বললেন অভিনেতা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ডিপজলের নামে মামলা, যা বললেন অভিনেতা

Published

on

ডিপজলের নামে মামলা, যা বললেন অভিনেতা
মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা করেন মো. রাশিদা আক্তার নামের এক পোশাককর্মী। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ডকে পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করছে, আল্লাহ তাদের বিচার করবেন।’

ডিপজল জানান, ওই নারী দীর্ঘদিন ধরে অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৫০ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা নিয়েছেন। এফডিসিতে একাধিকবার দেখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিপজলের বক্তব্য অনুযায়ী, ওই নারী দাবি করেন ২০২৫ সালের ২ জুন হাটে দেখা হয়েছে। অথচ, ডিপজল জানান, গত ১৫ এপ্রিল হাটটি ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মতে, হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি জানান, সেই দিনের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ভিডিও প্রমাণও রয়েছে।

ডিপজল আরও বলেন, ‘আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করে মিথ্যা অভিযোগকারীদের এবং যারা তাকে ব্যবহার করছে তাদেরও প্রকাশ্যে আনা হোক।’


Share

বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। ঢাকার মহানগর হাকিম মাহবুব আলমের আদালতে এ মামলা করেন মো. রাশিদা আক্তার নামের এক পোশাককর্মী। মামলায় ডিপজলের সহযোগী মো. ফয়সালকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে ডিপজল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দীর্ঘ স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘একজন পাগল ভক্তের কর্মকাণ্ডকে পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করছে, আল্লাহ তাদের বিচার করবেন।’

ডিপজল জানান, ওই নারী দীর্ঘদিন ধরে অসহায়ত্বের কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে ৫০ হাজার, ১০ হাজার, ২০ হাজার টাকা নিয়েছেন। এফডিসিতে একাধিকবার দেখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ডিপজলের বক্তব্য অনুযায়ী, ওই নারী দাবি করেন ২০২৫ সালের ২ জুন হাটে দেখা হয়েছে। অথচ, ডিপজল জানান, গত ১৫ এপ্রিল হাটটি ঢাকা সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার মতে, হাট বুঝিয়ে দেওয়ার ২ মাস পর সেখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি জানান, সেই দিনের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরার ভিডিও প্রমাণও রয়েছে।

ডিপজল আরও বলেন, ‘আদালতের কাছে অনুরোধ, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা বের করে মিথ্যা অভিযোগকারীদের এবং যারা তাকে ব্যবহার করছে তাদেরও প্রকাশ্যে আনা হোক।’


Share