খেলাধুলা
গাড়ি দুর্ঘটনায় লিভারপুল তারকা দিয়াগো জতার মৃত্যু
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের জামোরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল এবং পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলার দিয়াগো জোতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৮ বছর।
স্প্যানিশ ক্রীড়া সংবাদপত্র মার্কা জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) জামোরার পালাসিওস দে সানাব্রিয়া এলাকায় এক মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় দিয়াগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান। আন্দ্রে সিলভাও ছিলেন পেশাদার ফুটবলার।
স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে জানায়, “এ-৫২ মহাসড়কে দুই তরুণ নিহত হন। গাড়িতে আগুন ধরে ছড়িয়ে পড়ে। নিহতদের বয়স যথাক্রমে ২৮ ও ২৬ বছর।”
মাত্র দুই সপ্তাহ আগে শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন দিয়াগো জোতা। তাঁদের রয়েছে তিন সন্তান।
পোর্তোতে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফরোয়ার্ড ফুটবল ক্যারিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরার যুব দলে। আতলেতিকো মাদ্রিদ, উলভারহ্যাম্পটনের হয়ে খেলার পর লিভারপুলে যোগ দিয়েই ক্যারিয়ারের সোনালি অধ্যায় শুরু হয় তার।
ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জয়ের পর, নতুন কোচ আর্নে স্লটের নেতৃত্বে ২০২৪–২৫ মৌসুমে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন। পর্তুগাল জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
মাত্র ২৮ বছর বয়সে এই ফুটবল তারকার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ফুটবল অঙ্গনে। ভক্ত ও সতীর্থরা শোক প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।