দিনাজপুরে যুবদল-এনসিপি সংঘর্ষে আহত ৬ - Porikroma News
Connect with us

অপরাধ

দিনাজপুরে যুবদল-এনসিপি সংঘর্ষে আহত ৬

Published

on

দিনাজপুরে যুবদল-এনসিপি সংঘর্ষে আহত ৬
দিনাজপুর জেলার ম্যাপ।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে আমবাড়ি হাটে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন।

এনসিপির পক্ষের দাবি, আমবাড়ি হাট ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপি নেতা তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম যুবদলের হামলায় আহত হন। অন্যদিকে যুবদল দাবি করেছে, এনসিপির হামলায় তাদের ৪ নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে রয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, গোলাম রব্বানী ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এনসিপির তারিকুল ইসলাম অভিযোগ করেন, যুবদল প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিল, না মানায় ৪০-৫০ জন মিলে তাদের ওপর হামলা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অন্যদিকে, যুবদল নেতা আবিদুর রহমান জানান, হাটে অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদ করায় এনসিপি নেতারা তাকে অফিস ঘরে নিয়ে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে যুবদল ও স্বেচ্ছাসেবকদল বেলা ১টায় আমবাড়ি কলেজ গেটে মানববন্ধন করেন।

এ বিষয়ে আমবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, দুপক্ষের উত্তেজনা দেখে পুলিশ মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা চলছে।

Share

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে আমবাড়ি হাটে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন।

এনসিপির পক্ষের দাবি, আমবাড়ি হাট ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপি নেতা তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম যুবদলের হামলায় আহত হন। অন্যদিকে যুবদল দাবি করেছে, এনসিপির হামলায় তাদের ৪ নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে রয়েছেন যুবদলের সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম হাজি, সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ, গোলাম রব্বানী ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আসাদুল হক।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাট পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এনসিপির তারিকুল ইসলাম অভিযোগ করেন, যুবদল প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করছিল, না মানায় ৪০-৫০ জন মিলে তাদের ওপর হামলা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অন্যদিকে, যুবদল নেতা আবিদুর রহমান জানান, হাটে অতিরিক্ত ইজারা আদায়ের প্রতিবাদ করায় এনসিপি নেতারা তাকে অফিস ঘরে নিয়ে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে যুবদল ও স্বেচ্ছাসেবকদল বেলা ১টায় আমবাড়ি কলেজ গেটে মানববন্ধন করেন।

এ বিষয়ে আমবাড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, দুপক্ষের উত্তেজনা দেখে পুলিশ মাঝখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসা চলছে।

Share