আন্তর্জাতিক
দিল্লিতে মুঘল সম্রাটের সমাধিস্থলে ভবন ধস, নিহত ৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্সের কাছে একটি দরগায় ছাদ ধসে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নামাজের সময় দিল্লির নিজামুদ্দিন ইস্ট এলাকায় অবস্থিত দরগাহ শরীফ পাত্তে শাহ-এ এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই জানিয়েছে, দুর্ঘটনার সময় দরগায় প্রায় ১৫-২০ জন উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ইমাম সাহেবও ছিলেন। ছাদটি প্রায় ২৫-৩০ বছরের পুরনো ছিল।
দুর্ঘটনার পরপরই দিল্লি ফায়ার সার্ভিস, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের মধ্যে অন্তত ৯ জনকে এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
প্রশাসন পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।