অপরাধ
ধানমন্ডি থানার সাবেক ওসির কোটি টাকার সম্পদ ক্রোক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও ধানমন্ডি থানার সাবেক ওসি ইকরাম আলী মিয়া ও তাঁর স্ত্রী কানিজ ফাতেমার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের তথ্যমতে, ইকরাম আলীর ধানমন্ডিতে তাঁর নিজের নামে একটি এবং স্ত্রীর নামে দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া গুলশানে ছয়তলা একটি বাড়ি ও কেরানীগঞ্জে আত্মীয়ের নামে দুটি ফ্ল্যাট রয়েছে। আরও জানা গেছে, গোপালগঞ্জ, কেরানীগঞ্জ, বাড্ডা, হাজারীবাগ ও ধানমন্ডিতে জমির মালিকানাও রয়েছে তাঁদের নামে।
সব মিলিয়ে ইকরাম আলী ও তাঁর স্ত্রীর সম্পদের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা।
দুদক আদালতে জানায়, ইকরাম আলী ও তাঁর স্ত্রী এসব অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এজন্য বিচারাধীন অবস্থায় রাষ্ট্রীয় স্বার্থে সম্পদগুলো ক্রোক করা জরুরি। আদালত এই যুক্তি মেনে সম্পদ ক্রোকের আদেশ দেন।