বাংলাদেশ
ঢাবি নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নবাগত নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৩০ জুন) সকালে হলের মূল ফটকে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
আগত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে নবীনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে পরিচালনার আশ্বাস দেন তারা। এ সময় নবাগতরা এই আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান।
ছাত্রী নেত্রীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ, সম্মানজনক ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনা করতে পারে সে জন্য ছাত্রদল সবসময় পাশে থাকবে।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা জীবন উপভোগের আহ্বান জানানো হয়।