ঢাবি নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ঢাবি নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল

Published

on

ঢাবি নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করল ছাত্রদল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নবাগত নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) সকালে হলের মূল ফটকে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আগত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে নবীনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে পরিচালনার আশ্বাস দেন তারা। এ সময় নবাগতরা এই আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান।

ছাত্রী নেত্রীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ, সম্মানজনক ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনা করতে পারে সে জন্য ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা জীবন উপভোগের আহ্বান জানানো হয়।

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে নবাগত নারী শিক্ষার্থীদের ফুল, কলম ও শিক্ষা সামগ্রী উপহার দিয়ে বরণ করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (৩০ জুন) সকালে হলের মূল ফটকে আয়োজিত এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেত্রী তাওহিদা সুলতানা, তাসনিয়া জান্নাত চৌধুরী ও জাকিয়া সুলতানাসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

আগত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে নবীনদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন নির্বিঘ্নে এবং সুন্দরভাবে পরিচালনার আশ্বাস দেন তারা। এ সময় নবাগতরা এই আয়োজনের জন্য ছাত্রদলকে ধন্যবাদ জানান।

ছাত্রী নেত্রীরা বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ, সম্মানজনক ও আনন্দমুখর পরিবেশে পড়াশোনা করতে পারে সে জন্য ছাত্রদল সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা জীবন উপভোগের আহ্বান জানানো হয়।

Share