রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা

Published

on

রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় পৃথক দুটি ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাগুলো ঘটেছে কামরাঙ্গীরচর ও ডেমরা এলাকায়।

নিহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. হাসান (২৬) এবং ধামরাই উপজেলার কাজীয়ারকন্ডু গ্রামের মো. মারুফ (২২)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

হাসানের স্বজন মো. সবুজ জানান, জান্নাতবাগের ২ নম্বর গলির একটি ভাড়া বাসায় রাত দেড়টার দিকে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে ডেমরা থানাধীন মাদ্রাসা রোডের বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বাবুর্চির সহকারী মো. মারুফ। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Share

রাজধানী ঢাকায় পৃথক দুটি ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাগুলো ঘটেছে কামরাঙ্গীরচর ও ডেমরা এলাকায়।

নিহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. হাসান (২৬) এবং ধামরাই উপজেলার কাজীয়ারকন্ডু গ্রামের মো. মারুফ (২২)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

হাসানের স্বজন মো. সবুজ জানান, জান্নাতবাগের ২ নম্বর গলির একটি ভাড়া বাসায় রাত দেড়টার দিকে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন হাসান। ভোর পৌনে ৪টার দিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই রাতে ডেমরা থানাধীন মাদ্রাসা রোডের বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন বাবুর্চির সহকারী মো. মারুফ। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


Share