অপরাধ
ঢাকা টেক্সটাইল ডাকাতি: ফেলা আটক, বিএনপি কর্মী এখনও অধরা!

ফতুল্লার সস্তাপুরে ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালার বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় অবশেষে ডাকাত সদস্য ফেলা আটক হলেও, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আরেক সদস্য — যিনি নাকি সদ্য বহিষ্কৃত ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর ঘনিষ্ঠ বলে জানা গেছে।
ঘটনায় জানা যায়, মুখোশধারী ৬ জনের একটি ডাকাতদল জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। ব্যবসায়ীর ছেলে ও পুত্রবধূকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে, অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পালানোর সময় দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ডাকাতরা।
পুলিশের হাতে ফেলা ধরা পড়লেও, সিসিটিভি ফুটেজে দেখা দেওয়া অন্য সদস্য এখনো অধরা। সিসিটিভির সেই ফুটেজে দেখা যায় এক ডাকাত রিয়াদ মোহাম্মদ চৌধুরীর সাথে ছবি তুলেছে বলে অভিযোগ ওঠে। এতে জনমনে প্রশ্ন — রাজনৈতিক প্রভাবের কারণেই কি তাকে এখনও গ্রেফতার করা হয়নি?
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, আলামত সংগ্রহ ও তদন্ত চলছে। শিগগিরই সব অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।