ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪ - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

Published

on

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ
ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানার পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামদান এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইর সমাবেশে অংশ নিতে যাচ্ছিল। রাত ৩টা ২০ মিনিটের দিকে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনানুগ কার্যক্রম চলছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানার পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, ঘটনাস্থলে দুজন নিহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামদান এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসটি যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইর সমাবেশে অংশ নিতে যাচ্ছিল। রাত ৩টা ২০ মিনিটের দিকে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনানুগ কার্যক্রম চলছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share