বাংলাদেশ
ঢাকায় বিমান বিধ্বস্ত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের চত্বরের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়ে।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান।
তিনি জানান, দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। তদন্তে জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ।
বিস্তারিত আসছে…