জাতীয়
রাজধানীর মৌচাকে হাসপাতালের পার্কিং থেকে ২ মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আফসানা।
তিনি জানান, প্রাইভেটকারের এক মরদেহ ড্রাইভারের পাশের সিটে এবং অন্যটি পেছনের সিটে পাওয়া গেছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাবও কাজ করছে।
পুলিশ জানায়, ভোরে গাড়িটি (ঢাকা মেট্রো ৩৬-৩৭৪৫) হাসপাতালের ভেতরে প্রবেশ করে এবং দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয়। গাড়ির মালিক উত্তরার বাসিন্দা জোবায়েদ আল মাহমুদ সৌরভ। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।