ঢাকা বারের ১১ সাবেক নেতার বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ - Porikroma News
Connect with us

অপরাধ

ঢাকা বারের ১১ সাবেক নেতার বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Published

on

ঢাকা বারের ১১ নেতা অর্থ আত্মসাৎ

প্রতারণার মাধ্যমে ১১ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির (বার) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে।

গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৫ আগস্ট ধার্য করা হয়েছে।

মামলা করেছেন আইনজীবী সমিতির বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও জহিরুল হাসান মুকুল।

তিন মামলায় অভিযুক্তরা হলেন—
২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন, ট্রেজারার ওমর ফারুক।

২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহসাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি।

২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এবং ট্রেজারার নুর হোসেন।

তিনটি মামলায় যথাক্রমে ১১ লাখ ২০ হাজার টাকা, ৮ কোটি ৩০ লাখ টাকা ও ২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলবে এবং আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের দায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আইনজীবী মহলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা চলছে।

Share

প্রতারণার মাধ্যমে ১১ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির (বার) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১ জন নেতার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা হয়েছে।

গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মেহেদী হাসান মামলাগুলো আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার পরবর্তী শুনানির তারিখ ২৫ আগস্ট ধার্য করা হয়েছে।

মামলা করেছেন আইনজীবী সমিতির বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন অপু, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লা ও জহিরুল হাসান মুকুল।

তিন মামলায় অভিযুক্তরা হলেন—
২০২৪-২৫ মেয়াদের সভাপতি আব্দুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম মো. আক্তার হোসেন, ট্রেজারার ওমর ফারুক।

২০২৩-২৪ মেয়াদের সভাপতি মিজানুর রহমান মামুন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া জোবায়ের, সহসাধারণ সম্পাদক শ্রী প্রাণনাথ, ট্রেজারার বিবি ফাতেমা মুন্নি।

২০২২-২৩ মেয়াদের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান মন্টু এবং ট্রেজারার নুর হোসেন।

তিনটি মামলায় যথাক্রমে ১১ লাখ ২০ হাজার টাকা, ৮ কোটি ৩০ লাখ টাকা ও ২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

ঢাকা বারের সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলবে এবং আইনজীবী সমিতির অর্থ আত্মসাতের দায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

আইনজীবী মহলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা চলছে।

Share