দুর্ঘটনা
বরগুনায় ডেঙ্গু: উন্নত চিকিৎসায় অপারগ পরিবার, বন্ডে সইয়ের পর রোগীর মৃত্যু

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে তার মৃত্যু হয়। আলেয়া বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া এলাকার বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ডেঙ্গু নিয়ে আলেয়াকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কিন্তু আর্থিক ও অন্যান্য কারণে রোগীর পরিবারের সদস্যরা তাকে বরিশাল নিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন। পরিবারের অনুরোধে এবং রোগীর ইচ্ছায় আলেয়ার ছেলে সরোয়ার একটি বন্ডে স্বাক্ষর দেন, যেখানে উন্নত চিকিৎসার ঝুঁকি থাকা সত্ত্বেও তাকে বরগুনা হাসপাতালেই রাখার কথা উল্লেখ ছিল। এরপর তাকে বরগুনা জেনারেল হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।
শুক্রবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
আলেয়ার মেয়ে রুবিনা আক্তার বলেন, “মায়ের অবস্থা তেমন খারাপ মনে হয়নি। গতকালও তিনি কথা বলেছেন। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়।” আলেয়ার পুত্রবধূ সাথী আক্তার জানান, “কাল তাকে বরিশাল রেফার করা হলেও আমরা নিয়ে যেতে পারিনি। তাই বন্ডে সই করে এখানেই ভর্তি করানো হয়।”
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের নার্স হাওয়া জানান, “চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর কোনো রেসপন্স না পাওয়ায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।”