ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪৯২ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৪৯২

Published

on

porikroma
পরিক্রমা গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, দক্ষিণ সিটিতে ৫৩ জন, খুলনায় ৫৪ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৬১ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে এই সংখ্যা আরও বেশি ছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার এবং ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

Share

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৪ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৬ জন, দক্ষিণ সিটিতে ৫৩ জন, খুলনায় ৫৪ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৬১ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ১২ হাজার ৭৬৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১১ হাজার ৪০৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে এই সংখ্যা আরও বেশি ছিল। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার এবং ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

Share