বাংলাদেশ
বিএনপি নেতা দাবি করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলীকে বিএনপি নেতা বলে উল্লেখ করে সংবাদ প্রকাশের অভিযোগে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক নেতা।
মামলার আসামি মাহবুব আলম (আরিফ), যিনি দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর উপজেলা প্রতিনিধি। গত সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের আদালতে এ মামলা করেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া। বিষয়টি জানাজানি হয় বুধবার।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ জুন রাতে মুরাদনগরে সংঘটিত ধর্ষণের মামলার আসামি ফজর আলীকে ‘মুরাদনগর লাইভ টিভি’ নামের একটি ফেসবুক পেজে বিএনপি নেতা বলে উল্লেখ করেছেন সাংবাদিক মাহবুব আলম। যা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র।
কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ফজর আলীর বিএনপিতে কোনো পদ-পদবি নেই। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিষয়টি তার পরিবারও স্বীকার করেছে।’
অন্যদিকে, সাংবাদিক মাহবুব আলম দাবি করেছেন, স্থানীয়দের একাধিক বক্তব্যের ভিত্তিতে তিনি সংবাদ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ১৪ ডিসেম্বর রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধনকালে ফজর আলী বিএনপির সিনিয়র নেতাদের সাথে উপস্থিত ছিলেন, যার প্রমাণ আমার কাছে রয়েছে।’
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ১৮ আগস্ট মাহবুব আলমকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।