রাজনীতি
ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন ঘিরে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা, প্রশাসনিক ও প্রাক-নির্বাচনী প্রস্তুতির বিষয়টি দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। বিশেষ করে, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে নতুন ১৭ হাজার সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব শফিকুল আলম আরও বলেন, নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে বলা হয়েছে। নির্বাচনী সময় ঘনিয়ে আসলে অনেক সময় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হয়, তাই তা কঠোরভাবে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অগ্রগতির বিষয়েও সাংবাদিকদের অবহিত করেন।