দৌলতপুরে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা - Porikroma News
Connect with us

অপরাধ

দৌলতপুরে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

Published

on

দৌলতপুরে মাদক বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মোহন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হৃদয় (২৪) নামে আরও এক যুবক।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারী মোহন, হৃদয় ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে বাড়ি ফিরছিল। ঠোটারপাড়া মাঠ এলাকায় পৌঁছালে ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মোহনের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজিবি ও দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান ইস্যুকে কেন্দ্র করে এ রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Share

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক চোরাচালান সংক্রান্ত দ্বন্দ্বের জেরে মোহন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হৃদয় (২৪) নামে আরও এক যুবক।

শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মদনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক চোরাকারবারী মোহন, হৃদয় ও জনি মোটরসাইকেলযোগে রামকৃষ্ণপুর থেকে বাড়ি ফিরছিল। ঠোটারপাড়া মাঠ এলাকায় পৌঁছালে ছোটন ও সোহেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল তাদের গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানো হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মোহনের অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজিবি ও দৌলতপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালান ইস্যুকে কেন্দ্র করে এ রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

Share