অপরাধ
কুমিল্লায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে মাদক কেনাবেচার অভিযোগে একই পরিবারের তিনজনকে গণপিটুনিতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতরা হলেন- রুবি আক্তার, তার মেয়ে জোনাকী ও ছেলে রাসেল। স্থানীয়দের বরাতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল এ পরিবারের বিরুদ্ধে। এ নিয়ে গ্রামবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে আজ সকালে।
এ সময় গ্রামের শতাধিক লোকজন রাসেলের বাড়িতে হামলা চালিয়ে চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রুবি, জোনাকী ও রাসেল। আহত অপর একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ, গোয়েন্দা সংস্থা ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি মাহফুজুর রহমান।
উপজেলার আকবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম বলেন, নিহতরা বহুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও তারা থামেননি। অবশেষে গ্রামবাসীর ক্ষোভ থেকেই এই দুঃখজনক ঘটনা ঘটে।