অপরাধ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোরে আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে খোকন মিয়া (৫৫) নামে ওই নেতাকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে বিশেষ অভিযানে অবৈধ ৭.৬৫ মি.মি. পিস্তলসহ তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় আলম (৫০) নামে আরেক ব্যক্তি পালিয়ে যান।
আটক খোকন মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী জানিয়েছে, জেলা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও সুরক্ষিত পরিবেশ বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে।