অপরাধ
চসিকে শ্রমিক থেকে প্রকৌশলী পদোন্নতিতে অনিয়ম, দুদকের প্রমাণ

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) শ্রমিক হিসেবে নিয়োগ পাওয়া একাধিক ব্যক্তিকে নিয়ম ভঙ্গ করে উপসহকারী প্রকৌশলী, কর আদায়কারী, সড়ক তদারককারী, অনুমতিপত্র পরিদর্শকসহ বিভিন্ন উচ্চপদে পদোন্নতি দেওয়ার সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৭ জুলাই) বিকেলে চসিক কার্যালয়ে অভিযান চালায় দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর একটি দল। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন।
দুদকের তদন্তে দেখা গেছে, শ্রমিক পদ থেকে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও বিধি-নিষেধ উপেক্ষা করে এক লাফে উচ্চ গ্রেডের পদে পদায়ন করা হয়েছে অন্তত ৬৪ জনকে। নিয়োগে ছিল না বিজ্ঞপ্তি, পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকার।
২০২১-২০২৩ মেয়াদে তৎকালীন মেয়র রেজাউল করিম চৌধুরীর সময় এই অনিয়ম ঘটে। এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৮৮ জন নিয়োগের মধ্যে ৬৪ জনকে সরাসরি উচ্চপদে বসানো হয়েছে।
নিয়ম অনুযায়ী, উপসহকারী প্রকৌশলী পদে সরাসরি বা ১২ বছরের অভিজ্ঞতার পর পদোন্নতি হওয়ার কথা। অথচ একদিনে বা ১৪-১৯ দিনের মধ্যে শ্রমিক থেকে ওই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
দুদক অভিযানে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন তৈরি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।