অপরাধ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক ও বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

চাঁদা দাবির অভিযোগে তিন সাংবাদিক ও নিজ দলের দুই নেতার বিরুদ্ধে মামলা করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহজাহান চৌধুরী।
বুধবার (২ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।
মামলার অভিযুক্তরা হলেন ‘ডিজিটাল অগ্রযাত্রা’ অনলাইন পোর্টালের তিন প্রতিবেদক মেহেদী হাসান পলাশ, খাঁন মঈন উদ্দিন ও ফাহিম হাসান সাদিক। এছাড়া কক্সবাজার জেলা বিএনপির সদস্য সুলতান আহামদ মেম্বার এবং সাবরাং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমান হোসাইন।
বাদীপক্ষের আইনজীবী জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাদীর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিপূরণ না হওয়ায় গত ৪ জুন ‘ডিজিটাল অগ্রযাত্রা’তে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। সংবাদে দাবি করা হয়, ‘৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন শাহজাহান চৌধুরী।’
মামলার শুনানি শেষে আদালত মামলা আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।