করোনায় আরও ২ জনের মৃত্যু - Porikroma News
Connect with us

বাংলাদেশ

করোনায় আরও ২ জনের মৃত্যু

Published

on

করোনায় আরও ২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক ০৮৭ শতাংশ।

মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে চলতি বছর দেশে করোনায় মোট মৃত্যু হলো ২২ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজন হলে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Share

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ১৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৩ দশমিক ০৮৭ শতাংশ।

মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে চলতি বছর দেশে করোনায় মোট মৃত্যু হলো ২২ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৫ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং প্রয়োজন হলে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

Share