করোনায় আরও একজনের মৃত্যু - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

করোনায় আরও একজনের মৃত্যু

Published

on

করোনায় আরও একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৯৫৭টি। এতে শনাক্ত হয়েছেন ৬২৯ জন।

এ বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

বর্তমানে দেশে করোনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

Share

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হলে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছর এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৯৫৭টি। এতে শনাক্ত হয়েছেন ৬২৯ জন।

এ বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৩ জনের।

বর্তমানে দেশে করোনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় এ ভাইরাসে আক্রান্ত হয়ে।

Share