খেলাধুলা
চার উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

কল ম্বো টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিন শুরুতেই দ্রুত চারটি উইকেট তুলে নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার রানের গতিতে লাগাম টানে টাইগাররা। তবে কুশল মেন্ডিসের দৃঢ় ব্যাটিংয়ে লাঞ্চের সময় কিছুটা স্বস্তিতে ছিল স্বাগতিকরা।
দ্বিতীয় দিন ২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। শুক্রবার সকালে ব্যাট করতে নেমে ওপেনার পাথুম নিশাঙ্কা মাত্র ১২ রান যোগ করেই ফিরলে বড় ধাক্কা খায় তারা। তার ইনিংস থামে ১৫৮ রানে।
এরপর অধিনায়ক দিনেশ চান্দিমাল ৭ রান করে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হন। দ্রুত আরও দুটি উইকেট হারায় লঙ্কানরা। কামিন্দু মেন্ডিস ৩৩ রান করে নাঈম হাসানের শিকার হন এবং জয়সুরিয়া ১০ রান করে ফেরেন নাহিদ রানা’র বলে।
শেষ দিকে কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা মিলে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ১০৩ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছে। সকালের সেশনে মাত্র ১১১ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছে বাংলাদেশ।