অপরাধ
চৌদ্দগ্রামে ঘুষ কেলেঙ্কারি: দুই ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা), ১৩ মে ২০২৫:
চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে দুই কর্মকর্তা—ভূমি কর্মকর্তা কাজী মো. ইউসুফ ও অফিস সহায়ক মো. মনিরুজ্জামান—কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সব ধরনের ভূমিসেবা, যেমন নামজারি, খাজনা প্রদানসহ অন্যান্য সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। ফলে সরাসরি নগদ লেনদেনের সুযোগ নেই।
তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত দুই কর্মকর্তা ঘুষের বিনিময়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা আদায় করেছেন। এই অনৈতিক আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়ায় তাদেরকে ৭ মে ২০২৪ ইং তারিখে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউএনও আরও জানান, তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার কার্যক্রম শুরু হয়েছে এবং ঘুষ কেলেঙ্কারির বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।