আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান ঘোষণা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান ঘোষণা

Published

on

আজ থেকে সারাদেশে চিরুনি অভিযান ঘোষণা
যৌথবাহিনীর অভিযান। ফাইল ছবি

সারাদেশে আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করবে।’

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনা কর্মকর্তারা সারাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।’

দেশব্যাপী এই অভিযান ও সেনা ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

Share

সারাদেশে আজ থেকে চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এবং নাশকতা প্রতিরোধে আজ থেকেই সারাদেশে চিরুনি অভিযান শুরু হবে। আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করবে।’

এদিকে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পরবর্তী ৬০ দিন পর্যন্ত সেনা কর্মকর্তারা সারাদেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।’

দেশব্যাপী এই অভিযান ও সেনা ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।

Share