চিন্ময়ের জামিন আবারও খারিজ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চিন্ময়ের জামিন আবারও খারিজ

Published

on

চিন্ময়ের জামিন আবারও খারিজ
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পুরোনো ছবি

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনজীবী অপূর্বকে দেওয়া হয় বিশেষ নিরাপত্তা।

জানা গেছে, আইনজীবী আলিফ হত্যা, আদালত এলাকায় সহিংসতা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মোট ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও এসব মামলার এজাহারে তার নাম ছিল না, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ আদালতের অনুমতি নেয়।

২০২৩ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজিরের সময় তার অনুসারীদের সহিংসতায় আদালত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এর আগে ৩ জুন মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকও তার জামিন নামঞ্জুর করেছিলেন।

Share

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পাঁচটি মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন আবারও খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এই আদেশ দেন। শুনানিতে চিন্ময়ের পক্ষে ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আইনজীবী অপূর্বকে দেওয়া হয় বিশেষ নিরাপত্তা।

জানা গেছে, আইনজীবী আলিফ হত্যা, আদালত এলাকায় সহিংসতা, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া মোট ছয়টি মামলার মধ্যে পাঁচটিতে চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। যদিও এসব মামলার এজাহারে তার নাম ছিল না, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় পুলিশ আদালতের অনুমতি নেয়।

২০২৩ সালের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজিরের সময় তার অনুসারীদের সহিংসতায় আদালত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।

এর আগে ৩ জুন মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিকও তার জামিন নামঞ্জুর করেছিলেন।

Share