আন্তর্জাতিক
চীন-রাশিয়ার যৌথ সামুদ্রিক মহড়া ‘জয়েন্ট সি-২০২৫’

জাপান সাগরে যুদ্ধজাহাজ নিয়ে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক কৌশলগত অংশীদারত্ব জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) শুরু হওয়া তিন দিনব্যাপী এই মহড়ার নাম ‘জয়েন্ট সি-২০২৫’। এটি অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার ভ্লাদিভোস্টক উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে দুই দেশের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ইউনিট এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী বাহিনী।
মূল কার্যক্রমের মধ্যে রয়েছে:
- সাবমেরিন উদ্ধার অভিযান
- যৌথ সাবমেরিন-বিধ্বংসী অপারেশন
- বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
- সমুদ্র যুদ্ধ প্রস্তুতি
চীনের পক্ষ থেকে অংশ নিয়েছে গাইডেড-ক্ষেপণাস্ত্র বহনকারী যুদ্ধজাহাজ ‘শাওক্সিং’ ও ‘উরুমকি’সহ মোট চারটি জাহাজ।
মহড়ার শেষে চীন-রাশিয়া নৌবাহিনী প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় যৌথ টহল দেবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল ২০১২ সালে এবং এটি এখন নিয়মিত বার্ষিক অনুশীলন হিসেবে চলছে।
বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন যুদ্ধের পর চীন ও রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। তবে পশ্চিমা দেশগুলো মনে করে, চীন পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন দিচ্ছে। যদিও বেইজিং নিজেদের নিরপেক্ষ দাবি করে আসছে এবং সংঘাত বন্ধে পশ্চিমাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে।