জে-৩৫: চীনের স্টিলথ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

জে-৩৫: চীনের স্টিলথ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে

Published

on

জে-৩৫: চীনের স্টিলথ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিলথ যুদ্ধবিমান জে-৩৫ যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের একচেটিয়া নৌ-আধিপত্যে বড় ধাক্কা লাগতে চলেছে। এতদিন এফ-৩৫সি ছিল একমাত্র কার্যকরী ক্যারিয়ারভিত্তিক স্টিলথ ফাইটার। এখন চীনও সেই প্রতিযোগিতায় সামিল।

চীনা নৌবাহিনী (PLAN) ইতিমধ্যে দুটি জে-৩৫ ফাইটার মোতায়েন বুঝে নিয়েছে। এসব বিমান “ফ্লাইং শার্ক” প্রতীক ও “চায়না নেভি” চিহ্নসহ উড্ডয়ন করেছে—যা এদের সক্রিয় সার্ভিসে অন্তর্ভুক্তির প্রমাণ।

জে-৩৫ হলো শেনইয়াং এয়ারক্রাফট করপোরেশন নির্মিত পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিলথ ফাইটার। এর টুইন ইঞ্জিন ডিজাইন এবং সর্ব-আবহাওয়া সক্ষমতা এটিকে আধুনিক সমরাস্ত্র হিসেবে গড়ে তুলেছে। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের F-35C Lightning II-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন মার্কিন সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। কারণ, ভবিষ্যতে চীনের মিত্র দেশগুলোও জে-৩৫ পেতে পারে—যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।

Share

চীনের নৌবাহিনীতে প্রথমবারের মতো স্টিলথ যুদ্ধবিমান জে-৩৫ যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের একচেটিয়া নৌ-আধিপত্যে বড় ধাক্কা লাগতে চলেছে। এতদিন এফ-৩৫সি ছিল একমাত্র কার্যকরী ক্যারিয়ারভিত্তিক স্টিলথ ফাইটার। এখন চীনও সেই প্রতিযোগিতায় সামিল।

চীনা নৌবাহিনী (PLAN) ইতিমধ্যে দুটি জে-৩৫ ফাইটার মোতায়েন বুঝে নিয়েছে। এসব বিমান “ফ্লাইং শার্ক” প্রতীক ও “চায়না নেভি” চিহ্নসহ উড্ডয়ন করেছে—যা এদের সক্রিয় সার্ভিসে অন্তর্ভুক্তির প্রমাণ।

জে-৩৫ হলো শেনইয়াং এয়ারক্রাফট করপোরেশন নির্মিত পঞ্চম প্রজন্মের মাল্টিরোল স্টিলথ ফাইটার। এর টুইন ইঞ্জিন ডিজাইন এবং সর্ব-আবহাওয়া সক্ষমতা এটিকে আধুনিক সমরাস্ত্র হিসেবে গড়ে তুলেছে। এটি সরাসরি যুক্তরাষ্ট্রের F-35C Lightning II-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই উন্নয়ন মার্কিন সামরিক পরিকল্পনায় বড় পরিবর্তন আনবে। কারণ, ভবিষ্যতে চীনের মিত্র দেশগুলোও জে-৩৫ পেতে পারে—যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে।

Share