আন্তর্জাতিক
চীনের ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু

চীনের তিব্বতে ব্রহ্মপুত্র নদীতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে। শনিবার (১৯ জুলাই) এ প্রকল্পের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, তিব্বতের ইয়ারলুং জাংবো নদীতে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন বাঁধ নির্মাণ হচ্ছে, যেটি ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত। নদীটির ওপর কোটি কোটি মানুষের জীবন-জীবিকা নির্ভর করে।
তিব্বতের নিংচি এলাকার মিডগ কাউন্টিতে নির্মিতব্য এই বাঁধের ব্যয় ধরা হয়েছে প্রায় ১.২ ট্রিলিয়ন ইউয়ান (১৬৭ বিলিয়ন মার্কিন ডলার)। এতে ৫টি পৃথক জলবিদ্যুৎ কেন্দ্র থাকবে এবং উৎপাদিত বিদ্যুৎ শুধু তিব্বতেই নয়, চীনের অন্যান্য অংশেও সরবরাহ করা হবে।
এই প্রকল্প নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত ও বাংলাদেশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উজানে বাঁধ নির্মাণের ফলে পানির প্রবাহ কমে যেতে পারে, যার ফলে নিম্নপ্রবাহে পরিবেশ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।
চীনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বাঁধটি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে।
বিশ্লেষকদের মতে, এই মেগা বাঁধ শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন উত্তেজনার সূচনা ঘটাতে পারে।