বাঘারপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

বাঘারপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Published

on

বাঘারপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে আতাউর (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আতাউর একই এলাকার জসিম উদ্দিনের ছেলে। দুপুর দুইটার দিকে খাওয়ানোর পর শিশুটির মা রান্না করতে যান। এ সময় আতাউর বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় সে।

রান্না শেষে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা পুকুরে খুঁজে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Share

যশোরের বাঘারপাড়ায় পুকুরে ডুবে আতাউর (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আতাউর একই এলাকার জসিম উদ্দিনের ছেলে। দুপুর দুইটার দিকে খাওয়ানোর পর শিশুটির মা রান্না করতে যান। এ সময় আতাউর বাড়ির আঙিনায় খেলছিল। কিছুক্ষণ পর সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় সে।

রান্না শেষে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীরা পুকুরে খুঁজে শিশুটির মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Share