প্রযুক্তি
ভালুকায় শিশুর লাশ উদ্ধার, ময়নাতদন্তে পাঠানো

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মো. মোশারফ হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটির বাড়ি গাইবান্ধার মাস্টারপাড়ায়। নিহত মোশারফ ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের লবণকোঠা গ্রামের রিয়াজ উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (২ জুলাই) রাতে বাবা-মা কাজে যাওয়ার পর ঘরে একা ছিল মোশারফ। রাত সাড়ে ৮টার দিকে আত্মীয়া গিয়ে ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে খবর দিলে শিশুটির বাবা নুরুজ্জামান এসে পাশের ঘর দিয়ে দেখে ছেলেটি আঁড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।
স্থানীয় ক্লিনিক ও পরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার এসআই আমিনূল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।