Connect with us

বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদের সাক্ষাৎ

Published

on

প্রধান উপদেষ্টা ড. ইউনূস, আসিফ মাহমুদ, মাহফুজ আলম ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃীহত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ঘিরে উত্তপ্ত পরিবেশের মধ্যেই এই সাক্ষাৎ হয়। নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, দেশের ছাত্র-জনতা তাঁর সঙ্গে রয়েছে এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখতে এনসিপি কাজ করে যাবে। একই সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং চলমান আন্দোলন-সংকট নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘‘আমি প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছি। দেশের পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে।’’

এর আগে, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। ভুয়া চিঠি ও ২০১১ সালের পুরোনো খবরের ভিত্তিতে গুজবটি চালানো হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক।

Share

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব ঘিরে উত্তপ্ত পরিবেশের মধ্যেই এই সাক্ষাৎ হয়। নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৈঠকে নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, দেশের ছাত্র-জনতা তাঁর সঙ্গে রয়েছে এবং রাজনৈতিক ঐক্য ধরে রাখতে এনসিপি কাজ করে যাবে। একই সঙ্গে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং চলমান আন্দোলন-সংকট নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘‘আমি প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছি। দেশের পরিস্থিতি ও সমসাময়িক বিষয় নিয়ে কথা হয়েছে।’’

এর আগে, দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব ছড়িয়ে পড়ে। ভুয়া চিঠি ও ২০১১ সালের পুরোনো খবরের ভিত্তিতে গুজবটি চালানো হয়। তবে অনুসন্ধানে দেখা গেছে, এসব তথ্য উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক।

Share