বাংলাদেশ
ধর্মঘট পালন করছে ঢাবি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে পূর্ণদিবস ধর্মঘট পালন করছে ঢাবি ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মূল ফটকে তালা দিয়ে ধর্মঘট কার্যকর করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ও কলা অনুষদের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশে বাধা দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা।
তারা জানান, একজন সক্রিয় ছাত্রনেতা হত্যার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মাত্র অর্ধদিবস শোক ঘোষণা করে কার্যক্রম চালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই পূর্ণদিবস ধর্মঘট পালন করা হচ্ছে।
পরে দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণদিবস শোক পালনের ঘোষণা দিয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
ধর্মঘটের অংশ হিসেবে ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’—এই ধরনের স্লোগানে রাজু ভাস্কর্য ও ভিসির বাসভবন এলাকা মুখরিত করে তোলেন।
বিক্ষোভ কর্মসূচিতে ঢাবি ছাত্রদল ছাড়াও ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা মহানগর ছাত্রদলের নেতাকর্মীরাও যোগ দেন।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন।