রাজনীতি
ছাত্রদলের সমাবেশে জনদুর্ভোগ: আগেভাগেই দুঃখপ্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীকাল রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে একটি ছাত্র সমাবেশ করতে যাচ্ছে। এই সমাবেশকে ঘিরে সম্ভাব্য জনদুর্ভোগের জন্য ঢাকাবাসীর প্রতি আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।
আজ শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে ছাত্রদল জানায়, প্রাথমিকভাবে তারা জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নিলেও, জাতীয় নাগরিক পার্টির অনুরোধে ও রাজনৈতিক সৌজন্যবোধ থেকে শাহবাগে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।
ছাত্রদল জানায়, “আমরা শহীদ মিনারে বৈধ অনুমতি পেলেও, উদার ও গণতান্ত্রিক চেতনার জায়গা থেকে সহাবস্থানের প্রয়াসে শাহবাগে সমাবেশ করছি।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “রাজধানীতে কর্মদিবসে সমাবেশের কারণে জনদুর্ভোগের আশঙ্কা রয়েছে, তা আমরা জানি। তবে বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রয়োজনে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা আগাম দুঃখপ্রকাশ করছি এবং নগরবাসীর সহানুভূতি প্রত্যাশা করছি।”
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে ব্যানার-ফেস্টুন, ব্যক্তিগত শোডাউন এবং মিছিল নিষিদ্ধ থাকবে।