অপরাধ
চট্টগ্রামে কিশোরী ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি

কুমিল্লার মুরাদনগরে নারীর ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার চট্টগ্রামে ঘটলো আরেক মর্মান্তিক ঘটনা। ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রায়হান (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। আজ রোববার দুপুর তিনটার দিকে নগরের আকবর শাহ থানার বিজয়নগর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা জানান, গলায় ছুরি ধরে তার মেয়েকে বাসার পাশের পাহাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে রায়হান। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত রায়হানকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
জানা যায়, অভিযুক্ত রায়হান এর আগেও ধর্ষণ মামলায় সাড়ে চার মাস কারাভোগ করে এলাকায় ফিরে আসে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার ময়মনসিংহে হলেও বর্তমানে সে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় এক আত্মীয়ের বাসায় থাকত।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রায়হানকে গ্রেপ্তার করে। গণপিটুনিতে আহত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।