অপরাধ
চট্টগ্রামে মাদক ব্যবসার দ্বন্দ্বে গুলি, যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন আরাকান রোড সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারের জেরে মো. মহিউদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটে ২৫ জুলাই বিকেলে। পরদিন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মো. সুমন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করে।
ডিবির তথ্য মতে, গ্রেপ্তার সুমনের স্বীকারোক্তিতে জানা যায়, মাদক নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে তিনি ও তার সহযোগী মো. আসিফ পরিকল্পিতভাবে মহিউদ্দিনকে গুলি করে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর খালের পাড়ে ইটের নিচে লুকিয়ে রাখা একটি আমেরিকান তৈরি পিস্তল (KF 7.65 মডেল) ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নিহত মহিউদ্দিন আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং হত্যার আগে ১২ বছর জেল খেটেছেন একটি পুরনো খুনের মামলায়। তিনি জামিনে মুক্ত হওয়ার পর আবারও মাদক ব্যবসার প্রভাব বিস্তারে জড়িয়ে পড়েন বলে দাবি পুলিশের।
পলাতক আসামি মো. আসিফকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।