চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুন - Porikroma News
Connect with us

অপরাধ

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুন

Published

on

চট্টগ্রামে জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুন
ছবি : পরিক্রমা গ্রাফিক্স

চট্টগ্রামের পতেঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে এই বিরোধের একপর্যায়ে রবিবার রাতে দেবর রবিন ওরফে রনি তার ভাবিকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ফেরদৌস আরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য জানিয়েছেন, জমিসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দেবর রবিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।


Share

চট্টগ্রামের পতেঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। জমিজমা নিয়ে এই বিরোধের একপর্যায়ে রবিবার রাতে দেবর রবিন ওরফে রনি তার ভাবিকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় ফেরদৌস আরাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য জানিয়েছেন, জমিসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দেবর রবিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।


Share