আবহাওয়া
চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২৮ জুলাই) ভোর থেকে থেমে থেমে একটানা বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে হাঁটুসমান জলাবদ্ধতা। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও এইচএসসি পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
নগরীর রেয়াজুদ্দিন বাজার, প্রবর্তক মোড়, তিনপোলের মাথা, কাপাসগোলা, কাতালগঞ্জ, চান্দগাঁও, জুবিলি রোড, চকবাজার, বাদুরতলা, বড়গ্যারেজ, সিরাজদৌল্লাহ রোড, দুই নম্বর গেট, জিইসি মোড়, ওয়াসা, হালিশহর, পাঁচলাইশ মোড়, আতুরার ডিপো, মোহাম্মদ আলী রোড ও আগ্রাবাদ এলাকাগুলো হাঁটুপানিতে তলিয়ে যায়।
অভিভাবক আহমদ কামরান বলেন, “মেয়েকে নিয়ে সিএনজিতে উঠতেই চালক দ্বিগুণ ভাড়া চাইলেন, দিতে বাধ্য হয়েছি।”
এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান বলেন, “ছাতা নিয়েই বের হয়েছিলাম; কিন্তু গাড়ি থেকে নামতেই পুরো ভিজে গেলাম। এই ভেজা কাপড়েই পরীক্ষা দিতে হয়েছে।”
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮.২ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আমবাগান আবহাওয়া কেন্দ্রে রেকর্ড হয়েছে ১০২ মিমি, যার মধ্যে সকাল ১০টা থেকে ১২টার মধ্যে ৬৪ মিমি বৃষ্টিপাত হয়।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাতের এই ধারা আরও ১-২ দিন অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, খাল-নালা পরিষ্কার থাকলেও অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু এলাকায় পানি উঠেছে।