চট্টগ্রামে বেতন না পেয়ে শ্রমিকদের আন্দোলন - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চট্টগ্রামে বেতন না পেয়ে শ্রমিকদের আন্দোলন

Published

on

চট্টগ্রামে বেতন না পেয়ে শ্রমিকদের আন্দোলন
বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়কে আন্দোলনে নেমেছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে নগরীর ইপিজেড এলাকার বেপজা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন প্রায় শতাধিক শ্রমিক। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন পার করছেন তারা। একাধিকবার মালিকপক্ষের কাছে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘তিন মাস ধরে বেতন পাই না। ঘরে খাবার নেই, বাজার-ভাড়া সব বাকি। এখন না নামলে আর কবে নামব?’

চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী সুপার মো. জসীম জানান, শ্রমিকরা আগেও আন্দোলন করেছিলেন। মালিকপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা পালন না করায় শ্রমিকরা পুনরায় আন্দোলন শুরু করেছে।

বেপজা অফিস ঘেরাও ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Share

চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়কে আন্দোলনে নেমেছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে নগরীর ইপিজেড এলাকার বেপজা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন প্রায় শতাধিক শ্রমিক। এতে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন পার করছেন তারা। একাধিকবার মালিকপক্ষের কাছে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। বাধ্য হয়ে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘তিন মাস ধরে বেতন পাই না। ঘরে খাবার নেই, বাজার-ভাড়া সব বাকি। এখন না নামলে আর কবে নামব?’

চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী সুপার মো. জসীম জানান, শ্রমিকরা আগেও আন্দোলন করেছিলেন। মালিকপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিলেও তা পালন না করায় শ্রমিকরা পুনরায় আন্দোলন শুরু করেছে।

বেপজা অফিস ঘেরাও ও স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Share