চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত

Published

on

চট্টগ্রামে আরও ৫ জনের করোনা শনাক্ত
করোনা পরীক্ষা | ফাইল ছবি

চট্টগ্রাম জেলায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন ল্যাবে ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং শেভরন ডায়াগনস্টিকে।

চলতি জুন মাসে চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ আবারও বেড়ে গেছে। এ মাসে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম (৬২) নামের এক নারী।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Share

চট্টগ্রাম জেলায় নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রবিবার (২৯ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন ল্যাবে ১৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল এবং শেভরন ডায়াগনস্টিকে।

চলতি জুন মাসে চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণ আবারও বেড়ে গেছে। এ মাসে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত শুক্রবার নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালেহা বেগম (৬২) নামের এক নারী।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

Share