বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগসহ ১৩ নেতা-কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর, নাচোল, শিবগঞ্জ, ভোলাহাট এবং গোমাস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের ১৩ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সদর উপজেলা থেকে গ্রেফতার:
১. আমিনুল ইসলাম — জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
২. মো. আজিজুল ইসলাম — গোবরাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি
৩. মো. আবুল বাশার — বারোঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
৪. মো. নুরুল হুদা — সদর উপজেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক
নাচোল উপজেলা থেকে গ্রেফতার:
১. মো. নজরুল ইসলাম (৫৭) — উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি
২. নিতাই চন্দ্র বর্মন (৫৮)
৩. মো. রফিকুল ইসলাম (৫০) — দপ্তর সম্পাদক
৪. মো. বাবুল হক — আওয়ামী লীগ কর্মী
শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার:
১. মো. ইউসুফ আলী মাস্টার (৫৫) — চককীর্তি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি
২. মো. দেলোয়ার (৩০) — চককীর্তি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি
ভোলাহাট উপজেলা থেকে গ্রেফতার:
১. মনোয়ার হোসেন — যুবলীগ নেতা
২. আব্দুস সাত্তার — স্বেচ্ছাসেবক লীগ নেতা
গোমাস্তাপুর উপজেলা থেকে গ্রেফতার:
১. শরিফুল ইসলাম আনসারী (৫৫) — উপজেলা কৃষক লীগের সভাপতি
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও আপডেট জানতে চোখ রাখুন দৈনিক পরিক্রমা NEWS-এ।